হারিয়ে যেতে চাই আমি,
         দূর হতে দূরান্তে।
কোথায় আছো তুমি?
         সুখ খুঁজি তোমারই অন্তে।

          
হারিয়ে গিয়েও যেনো হারাই না,
         ফিরে আসি পিছুটানে।
এ মন তো মানে না,
         খুঁজে-ফিরি তোমায় আনমনে।


খুঁজে পাই যদি তোমায় কোনো ক্ষণে,
          হারাতে দেবো না কোনো ভাবে।
পৃথিবীর সব সুখ আর ভালোবাসা এনে দেবো তোমায় প্রয়োজনে,
          তবুও হারাতে চাই না এ ভবে।

                                                
        (লিখা: ৩০/০৯/২৪ -  সোমবার - ০৯:৪৫ PM)