কোনো এক শিশির ভেজা প্রভাতে বা,
রোদ মাখা দুপুরে বা গোধূলি লগ্নে,
তুমি অকস্মাৎ শুনবে আমি আর নেই।
মসজিদে মসজিদে এলান হবে।
লোক সকল ভীড় করবে আমার প্রিয় সেই উঠোনে।
তুমি যেনো তীব্র বায়ুগতিতে আসবে ছুটে,
আমার শেষ বিদায়ে।
শুয়ে আছি আমি খাটিয়ায়,
শুভ্র কাপড় চেপে।
দূর থেকে তুমি যেনো ওড়না দিয়ে মুখ চেপে,
নয়নে বারিধারা দিয়ে উঠছো কেঁপে কেঁপে।
আজ এলো সবে পুষ্পহস্তে, খুশবুতে একাকার।
আজ সকল নয়নে অশ্রুধারা,
আমি যেনো আজ অধরা।
কতই না করেছিলাম, একটু ভালোবাসার জন্য হাহাকার,
আজ সবে ঘিরে আমাকে, তীব্র ভালোবাসার সমাহার।
বহু বলেছি তোমাদের, কোলটি ঘেঁষে বসো,
ছিলো না কেউ, আজ সবাই আমার চারপাশ ঘেঁষে।
আমার ব্যথায় ব্যথিত হয় নি কেউ,
চেয়ে দেখো আজ, আমার প্রস্থানে সবাই ব্যথিত।
ওই দূর থেকে তুমি আর কেঁদো না,
এই কোলাহল আর বেশিক্ষণ রবে না।
এইতো, খানিক সময়ের ব্যাপার, হে প্রিয়তম!
অতঃপর, পৌঁছে যাবো সেথায়, যেথায় শেষ গন্তব্য।
ওই ছল-ছল নয়নে, তুমি বিদায় দিয়ো নাকো,
রেখো মুখে হাসি, আর স্মরণে আসিলে নামাজ পড়িয়ো।
সময় যে ঘনিয়ে এলো হে লোক সকল,
তোলো আমায়, ভাঙো কোলাহল।
বিদায় লোক সকল, বিদায়।
তীব্র নির্জনতা যেনো ঘিরে আমায়।
(লিখা: ২৮/০৫/২৪ - মঙ্গলবার - ১:২৬ A.M)