পথে পথে ঘুরে ফিরে
থাকে সেথা রাত দিন
ক্ষুধা-যাতনায় মরে
খায় না তো সাতদিন!
কেমনে খাবার খাবে
পায় না যে অন্ন
বড়লোক তারে ভাবে
রাস্তার পণ্য!
ঘুরে চৌদিকে আর
ভিখ্ মাঙে দুঃখে
হৃদ জুড়ে হাহাকার
চিনে না সে 'সুখ'-কে?
ঘেরা তার বেদনায়
জীবনের তরণী
ছাতি-ফাঁটা অসহায়
খুঁজে সুখ-শরণই।