কে দেখেছে বিষের সাগর
গভীর ক্ষতের হৃদয়পুরে?
কে কাটালো হাজার বছর
এক রজনীর বিষাদ সুরে?
কার ক্ষমতা আছে— হিয়ায়
ধরবে অনল ঝর্ণাধারা?
ক্যাঁন্ কলিজার ভাঁজে লুকায়
জ্যোৎস্নারাতের চন্দ্র-তারা?
পরম তমের নিশিথ নিশায়
হাতের মুঠোয় 'চন্দ্র' চাওয়া!
কোন স্বপনের নতুন পাতায়
মিলবে তবে হর্ষ-হাওয়া?
বলতে পারো— ঠোঁটের কোণে
কোন্ ঝটিকার বার্তা রাখা?
অনুরাগের তরণী 'পরে
প্রি' শিখিনীর মুখটা আঁকা!