শান্তি শ্বেত প্যাকেটে মোড়ানো
কোন এক শোপিস এর ন্যায়,
হারিয়ে গেছে মহাপ্রলয়ে
হার মেনেছে বৈশ্বিক প্রারম্ভিক বিবাদে।
কোন কোন দাম্ভিক রাজার রাজ্যে-
নিথর হয়েছে মহাপ্রস্থানে।
শান্তি যেন বিচূর্ণ এক পাথরের ন্যায়,
শুকিয়েছে তক্ত মরু প্রান্তরে
ভিজেছে সমুদ্র জলে,
গড়িয়েছে দীর্ঘ পথে-
গিয়েছে সীমান্ত থেকে সীমান্তে।
তবু পায়নি একটু ঠাঁই
পায়নি খুঁজে সমতল,
শুধু দিক বদলেছে বিবর্তনে
ঢালু হতে উঁচু প্রান্তে!
ঝরেছে বহু রক্ত
গড়েছে কত ইতিহাস,
হয়নি তবু বোধ-
হয়নি তবু শান্তিতে বসবাস!