রক্ত দিয়ে কিনেছি বাংলা
পেয়েছি আমাদের স্বাধীনতা,
মা হারিয়েছে তাঁর বীর সন্তানদের
রচিত হয়েছে কতো বীরত্ব গাঁথা।
তোমায় পেয়েছি বলে স্বাধীনতা
পেয়েছি উচ্ছ্বসিত আমাদের শৈশব,
পেয়েছি স্বাধীন চলার অধিকার
স্বাধীন জীবন, স্বাধীন সব।
তোমায় পেয়েছি বলে হে স্বাধীনতা
কেটেছে উদ্দীপনায় এক কৈশোর,
শিখেছি উদার মানবতা
পেয়েছি অজস্র স্বাধীন ভোর।
স্বাধীনতা তুমি আছো তাই
আমরা দুর্বার ছুটে যাই,
দুরন্ত আমাদের যৌবন,
পেয়েছি স্বাধীন জীবন।
তোমায় পেয়েছি বলে স্বাধীনতা
পেয়েছি বাঁচার অধিকার,
দূর হয়েছে সব পরাধীনতা
আজো আমরা আছি অবিকার।
তোমায় পেয়েছি বলে হে স্বাধীনতা
পেয়েছি একটি স্বাধীন পতাকা,
তাইতো স্বাধীন ভূমিতেই মৃত্যুর স্বাধ
স্বাধীন ভূমিতে হবে সমাধি, স্বাধীনতা অবার।
Copyright reserved ©