দিবা রাত্রি করেছো চুরি
দেশের করেছ এ কি হাল!
ভোজনে ভোজনে সতেজ ভুঁড়ি
সাজিয়াছ কি তবে বঙ্গপাল?
দেশে দেশ বেড়াইছে ঘুরিয়া
কী এক নিদারুণ পঙ্গপাল।
বাংলায় তোমরা ছিনিয়েছ অন্য
আনাহারীর তোমারা লুটেছ চাল।
গরিবের রোদন বুঝবে সে কি-
ভরিয়াছে গোপনে আপন ঝুলি,
ক্লেশিত মনে কাঁদে দুঃখি, এ কি!
অনাহারীর অন্য নিয়েছ মুখেতে তুলি?
অমানুষ যদি হতে বলিতাম
বল তোমাদের বলবো কি?
রাজ্যটি সবটুকু দিব লিখে,
বল পারবে মানুষ হতে কি!
(১১ই বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ)
গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
[রাত ৯:৩০]
Copyright reserved ©