ফাগুন মাস, ঋতুরাজ বসন্তের আগমন-
পলাশ শিমুল আগুনে রঙ, ঝরা পাতার শুকনো নূপুরের নিক্কন।
দখিনা মলয়ে কচি পাতায় দোল, কোকিলের কুহুতান-
সেজেছে বাংলা নতুন রুপে, প্রকৃতির পেলব মিলন।
আপন ভাষায় হেরি অপরুপ, বুনি স্বপ্নের জাল-
মায়ের কোলে শুয়ে শুনি গল্প কতকাল।
হঠাৎ বাকরুদ্ধ মা ! গল্পহীন, নির্বাক স্বপ্ন হারা-
মায়ের কথন নিয়েছে কেড়ে হায়েনার ১৪৪ ধারা।
বিবর্ণ কুসুম কলি, কোকিল কন্ঠে সর্প ছোবল-
অগ্নিগর্ভ টগবগে ঢাকা, বহে ঝড়সম বায়ু অনল।
এলো বায়ান্ন, একুশে ফেব্রুয়ারী-
রাষ্ট্র ভাষা বাংলা চাই মিছিল সারি সারি।
উত্তাল হাওয়া, ছাত্র-শিক্ষক কৃষক-শ্রমিক একাকার-
বিশ্রাম আবাসহীন, ফিরবে মাড়িয়ে অথৈ আঁধার।
পীচঢালা পথ গোলাপ রক্তে লাল এলো ভাষা জ্বলমলে,
মা পেল বাক জব্বর সালাম রফিকের বদলে।
মুক্তবাকে মা, আবারও গল্প হবে, চলবে অবিরত-
সুখ-দুঃখ, হর্ষ-রোদনে ফের গাথিঁব মাল্য স্বপ্ন আছে যত।
ফুল রঙে সেজে বসন্ত আপন মহিমায় ফিরবে আপন আলয়ে,
সালাম রফিকেরা না ফিরলেও থাকবে কোটি বাঙালীর হৃদয়ে।
মাইজদী, ০৯.০২.২০১৭