শাপলা সাদা জাতীয় ফুল, ফু‌টে জলাশ‌য়ে-
মাথা উঁচুর ‌শিক্ষা দেয়, প‌ড়ে না তো নূ‌য়ে।

কৃষ্ণচূড়া লা‌জে লাল, ঝরায় সকল পাতা-
উজাড় ক‌রে বি‌লি‌য়ে দেয়, নাই কোন বৈ‌রিতা।

পলাশ জবা রক্ত রাঙা হা‌সি মাখা মুখ,
বদন খানা দেখ‌লে ত‌বে ভূ‌লি হাজার দুখ।

হলদে বরণ কনক চাঁপা পাতা তামা‌টে,
মৌমা‌ছি আর ভ্রমর সবই মধু নেয় লু‌টে।

কাঁঠা‌লি আর দোলন চাঁপা হলুদ সাদা হয়,
রাত্রী সন্ধ্যায় সুগন্ধী ছ‌ড়ি‌য়ে হৃদ‌য়ে‌তে রয়।

বেলী ফু‌লের মাল্য প‌রে ক‌রি সুজন বরণ,
আতর ঘ্রা‌ণে হৃদ‌য়ে‌তে ক‌রি জনম স্মরণ।

টগর সাদা শিউ‌লী সাদা, সাদা গন্ধরাজ-
সিঁদু‌রে লা‌ল দুপুর ম‌নির অপরু‌পে সাজ।

মহুয়ার অম্ল রস যেন মধু মাখা,
ক্যা‌মে‌লিয়া শত বছর ছড়ায় দীপ্ত‌ি শিখা।

গা‌ড়ি বা‌ড়ির পি‌ছে কেন ঘুরছো অনর্থক,
ফু‌লের মতন জীবন রাঙাও, ত‌বেই হ‌বে সার্থক।


মাইজদী ০২.০২.২০১৭