এসো নতুন পৃথিবী গড়ি,
মুক্ত বিহঙ্গ হয়ে উড়ি,
অম্বর ধরণী এক অভিন্ন-
উপড়ে ফেলি কমা দাঁড়ি।
জন্ম প্রস্থানে সবই অভেদ,
ভাষা সীমানায় কেন ভেদাভেদ?
সীমানা প্রাচীর মুছে দেই চল-
সকল বাধা করিব ছেদ।
রবি শশী রব এক,
অালো বাতাস নীর এক,
ধর্ম বিশ্বাসে থাকনা অমিল-
মানুষ মোরা পরিচয় এক।
হর্ষ বিষাদ যজ্ঞে মিল,
রক্ত মাংস তাও মিল,
কেন ভিসা? এত বাধা-
সাম্য মানবতায় হটাও অনিল।
মাইজদী ৩০.০১.২০১৭