মানুষ!
কেনো বেহুঁশ!
কি করছো তালাশ?
নাই কি কোন অবকাশ?
সম্পদের পেছনে করছো জীবন নাশ,
কেনো বাহাদুরী! আসলে তুমি একটা লাশ।
মানুষ!
কেনো বেহুঁশ!
গড়ছো বিলাস আবাস,
টাকা কড়ির করছো সমাবেশ,
একটাই জীবন, একবারেই হবে বিনাশ-
কোথায় ঠিকানা! যখন শ্বাস বিনা লাশ।
মানুষ!
কেনো বেহুঁশ!
কেন এতো আয়াশ!
করছো চাঁদাবাজি নিচ্ছো ঘুষ,
গুম হত্যা সন্ত্রাসে ছড়াচ্ছো বিদ্বেষ,
আঁধার কবরই ঠিকানা যখন হবে লাশ।
মানুষ!
কেনো বেহুঁশ!
প্রভুতে নাই হুঁশ-
করছো কি? হায় আফসোস!
রোজ হাশরে কিভাবে পাবে খালাস?
মিথ্যা ছাড়ো, খোদার সমীপে কর পেশ।