অবকাশ!
অদ্ভুত অ‌ভিলাষ!
অকর্মে ক‌রে তালাশ,
গুরুদা‌য়িত্ব আমার! মাঠ আবাস-
মান‌বের অন্ন জোগা‌নোর ভা‌রে বেঁহুশ,
লাঙ্গলের ফলায় মৃ‌ত্তিকা চিঁড়ে ক‌রি চাষ।

ঘেন্না!
সেতো প‌ান্না!
দেইনা কোথাও ধর্ণা,
বুনন-কর্তন, নেই প্রতারণা-
অ‌ধিক ফল‌নে ব‌য়ে সু‌খের ঝর্ণা,
রোদ-বৃ‌ষ্টিতে বিশ্রামহীন, ফস‌লেই হা‌সি কান্না।


সম্মান!
কৃষা‌নের মান!!
বু‌কে ক্ষো‌ভের দহন,
তা‌তে কি ? অকাম্য ভজন-
চুয়াত্তর নয়, উড়াই খাদ্য নিশান
কর্ষক কোষ চর্বণ ফসল বাঁচায় স্বজন।


মাইজদী, ২২.০১.২০১৭