স্বপ্ন‌ে বাঁচি স্বপ্ন‌ে হা‌সি স্বপ্ন‌ের বু‌নি জাল,
স্বপ্ন দে‌খি দিন কি রা‌তে স্বপ্ন‌ে বেসামাল।

স্বপ্ন দে‌খি স্বপ্ন দেখাই স্বপ্ন‌ে গাঁথি মালা,
স্ব‌প্নের মা‌ঝে ডু‌বে ডু‌বে মিটাই ম‌নের জ্বালা।

নারী পুরুষ আবাল বৃদ্ধ কু‌লি মজুর যত,
ধনী গরীব রাজা প্রজা দে‌খে স্বপ্ন আমার মত।

কু‌লির স্বপ্ন বস্তা টানা, কৃষ‌কের স্বপ্ন ধান,
রাজার স্বপ্ন রাজ্য জ‌য়, মানীর স্বপ্ন মান।

‌জে‌লের স্বপ্ন মাছ‌কে ঘি‌রে, দিন মজু‌রের প্রভাত,
বড় লো‌কের গা‌ড়ি বা‌ড়ি, অন্নহী‌নের ভাত।

‌দেশ থে‌কে দেশ দেশান্ত‌রে স্বপ্ন‌ে আমার ঘোরা,
পা‌খির মত আকাশে উ‌ড়ি রা‌তে গু‌নি তারা।

স্বপ্ন‌ নি‌য়ে খেলা ক‌রি স্ব‌প্নের ম‌া‌ঝে রই,
স্বপ্ন জয়ের কথা বাস্তবতায় কই (বলি)।



মাইজদী, ০৯.০১.২০১৭