১
আলস্যে কেতন নাহি উড়ে,
পুষ্পরা ঝরে পড়ে,
বিজয় রয় অধরা-
অর্জনও নেয় কেড়ে।
২
সময়ের কাজ কর সময়ে
সময় স্রোত যায় বয়ে,
অসময়ে নয় আস্ফালন-
সফল যারা রয় হৃদয়ে।
৩
কর্মেতে নাহি লাজ
নাহি কর্ম নাহি সাজ,
কর্মহীনে পেটে ক্ষুধা-
কর্মে গড়ে সুখের রাজ।
৪
টাকা পয়সা অর্থ কড়ি
সোনা রুপা দামী গাড়ি,
সুখের নয় চাবি কাঠি-
অল্প তুষ্টে সুখ গড়ি।
নিচিন্তা
০৬.০১.২০১৭