১।
এই পৃথিবী যেমন সূর্যের চারিদিকে যোরে,
তেমনি মানুষ প্রকৃতির অধীনে চলে।
সময় যেমন বয়ে চলে নদীর স্রোতের প্রায়,
তেমনি কেউ রক্ষা পাবে না এই প্রকৃতির থেকে।
কারণ, মানুষ চালিত হয় তাঁর কর্মফলকে অনুসরণ করে।
যত-ই সূক্ষাতি সূক্ষ গোপনে কাজ হোক না কেন,
প্রকৃতির একটা চোখ আছে তাঁর উপর।
২।
ক্ষণিক ক্ষণিক শুধু ক্ষণিক এই সংসার,
ভালোবাসা নাই এ বিশ্বসংসারে।
জীবন মানেই দুঃখ, এর থেকে আর কি বেশি ভাবা যায়?
এই সংসার একটি হৃদয়হীন পাথরের মতো।
এ সংসারে অবস্থানরত সব সম্পর্ক মিথ্যা,
এই সংসারে থাকা সব ভালোবাসা মিথ্যা।
৩।
ভালোবাসলে ব্যাপক ভাবে ভালোবাসতে হবে,
হৃদয় দিলে এই পৃথিবীর সবাইকে দিতে হবে।
সংকীর্ণ ভালোবাসায় আমি বিশ্বাস করি না,
সংকীর্ণ হৃদয়ে আমি বিশ্বাস করি না।
যতদিন এ ভালোবাসা, এ হৃদয় সর্বজনপ্রতি সর্বসম হবে না
ততদিন এই ভালোবাসার কোন মূল্য থাকবে না।