আমি আর কখনো জন্মাতে চাই না (প্রভু)।
ভালো লাগল এ সাক্ষ্যাত্ এ পৃথিবীর সঙ্গে।
দেখলাম (প্রভু) কত মানুষজন, কত হিংসা, কত দুঃখ, কত কান্না, কত বিরহ---
ভালো লাগল এ পৃথিবী যে সুখ-দুঃখের সমষ্টি।
কিন্তু তার ভিতর রয়েছে অনেক ত্রুটি,
যাঁর কর্তা মানুষ, মানুষ-ই পারিবে দূর করিতে তারে (প্রভু)।
আমার সময় শেষ, চাহি না এখানে আর অবস্থান করিতে;
পৃথিবীতে এ দুঃখ, এ দুর্দশা মানুষের, মানুষ-ই পারিবে দূর করিতে।
তুমি জান না (প্রভু) মানুষ কোন দিন মাথা নামায় না।
তুমি নিয়ে চল আমায়, সঙ্কুচিত করে দাও আমায় সেখানেই যেখানে আমার এই জীবনের উত্পত্তি হয়েছিল একদিন।
(প্রভু) সত্যি বলছি চাইনা ফিরে আসতে আমি আর।