ওই দেখো আমাদের বীরাঙ্গণাদের আজ,
রাস্তায় রাস্তায় জিন্স, টি-শার্ট
হাতে থাকে মোবাইল।
শরীরে ছোট ছোট কাপরের সমাবেশ;
চিন্তা শুধু সারাক্ষণ শরীরকে নিয়ে।
দিবে তো তোমরা শরীর একজনকে,
দেখাও তোমরা হাজার জনকে।
কী হবে সেই শরীরকে নিয়ে?
যার মধ্যে থাকে না হৃদয় দেশকে ভালোবাসার,
শুধু কাঁদে যার হৃদয় তার প্রিয়তম পুরুষকে নিয়ে।
শুধু অলংকার আর বাহার, রঙিন উন্মুক্ত বস্ত্রের সমাহার।
দেখেছো কি তোমরা নিজেকে কোনদিন অলংকারহীন করে?
দেখতে কত সুন্দরী তোমাদের লাগে!
বুঝতে পারো না,
এই সময়ের গতি তোমাদের কোথায় নিয়ে চলে যায়,
অন্ধকারে তোমাদের চিরজীবনের মতো ঢেকে রেখে দিতে চায়,
তোমাদের অন্তরে অবস্থিত অফুরন্ত প্রেমের ভান্ডারের পথ চিরদিনের জন্যে বন্ধ করে দিতে চায়,
তবু চাও তোমরা চাষ করি সেই শষ্যগুলিকে যা কোনদিন ফল উত্পাদন-ই করে না।