মার্জনা কর হে সমাজ, তোমার বক্ষে এ অত্যাচার অসহনীয়।
শুধু ক'টা দিনের পরিবর্তন, তাতেই তোমার এই অবস্থা! ---
আমার সম্মুখেই নির্যাতিত হচ্ছে পিতা-মাতা পুত্র কর্তৃক!
কত সহিব, হে সমাজ, তোমার এই অবস্থা?
'করিব কী?', বল আমায়---
চলিব তোমার পঙ্কিল পথে দেব প্রতিযাত, নাকি যাইব তোমার বিরুদ্ধে--করিব তাদের সর্বসেবা?
হৃদয়বক্ষে মানুষের কোন্ দুষ্টাশুল করিছে আঘাত?
যত্রাঘাতে ভুলিছে প্রেম, ভুলিছে পিতৃপ্রেম-মাতৃপ্রেম, করিছে প্রতিঘাত?
পুত্রসম তুমি, বিস্মৃত কেন? যাচ্ছ যেথা সেথাও তো ঘুরিতে পারে এ প্রথা!
ভয় করে না?
বর্তমান ভাবিলে হইবে? ভবিষ্যত-ও ভাবিতে হইবে, তোমার এ পরাক্রম চিরজীবন কি রহিবে?
জন্মদাত্রী তোমার--দূর্বল, অসহায়; তাইতো পদপিষ্ট কর, নহিলে কি পারিতে?
শুরু কর গুণিতে তোমার জীবন জন্ম হইতে।