সবুজ বন বনানী, ধূসর প্রান্তর
সাগরে বিলিন হওয়া আকাশ
দুর পাহাড়ের নীলিমায় ঝরা বৃষ্টি
তারুণ্যের উচ্ছ্বাস, বয়সের ভার
স্নিগ্ধ বিকেল, মেঘাচ্ছন্ন সন্ধ্যা
জোছনা ছড়ানো রাত, মুক্ত সকাল
ক্লান্ত শরীর, তপ্ত বালি, পড়ন্ত গোধূলি
বেহিসেবি জীবনের কেটে যাওয়া প্রহর
অতীত সময়ের আশ্রিত জীবন
সুখ-দুঃখের সরল সমীকরণ
বৃদ্ধ হয়ে যাওয়া সময়ের ছাপ
ধূসর স্মৃতিতে ফেলে আসা স্বপ্নের বাস।
রক্তের নেশা, আঁকড়ে ধরা লোহিত কণা
পাঁজর ভাঙ্গা নিঃশ্বাসের শব্দ
শুনতে না পাওয়া কানের ইন্দ্র
ঝাপসা হয়ে আসা চোখের শূন্যতা
বয়সের ভারে নুয়ে যাওয়া আকৃতি
অতীত, বর্তমান আর ভবিষ্যতের আমি
দাঁড়িয়ে আছি বিলিন হতে একাকী
জীবন পথের শেষ প্রান্তরে
ভবিষ্যতে, অতীত হবার অপেক্ষাতে।