ভালোবাসি তাই, আজও ভলোবাসি
আগেও যেমন তোমায় ভালোবাসতাম
তুমি আজ আমার না অন্যের,
তোমায় ফিরে পাবো কি পাবো না
সে প্রশ্ন হারিয়ে গেছে অনেক আগে।
জীবন চলমান, চলছে জীবনের গতিতে
ভালোবাসতাম তোমায়, আজও বসি
তুমি দুরে থাকো কিংবা কাছে
আমায় তুমি ভালোবাসো আর না বাসো
চিরন্তর ভালোবাসার বন্ধনে তুমি আমার।
আমি ভালোবাসি তাই, তোমাকে পেতে চাই
তোমার শাড়ীর আঁচলে আমার ঘাম
তোমার কোলে আমার মাথা
আমার বুকে তোমার মুখ লুকানো
সবটাই হয়তো আমার চাওয়া।
এক সাথে স্বপ্নের জাল বোনা
হাতে হাত রেখে পথ চলা
কফির পেয়ালা হাতে মুগ্ধতায় বিভোর হওয়া
তোমার ঠোঁটে ঠোঁট রেখে পৃথিবী ভোলা
সবটাই বিধাতার অনুমতির অপেক্ষায় থাকা।
আনন্দ-বেদনা, হাসি আর কান্না
জীবন নামক গ্রন্থের চিরন্তন অধ্যায়
ভালোবাসাও চিরন্তন কিন্তু তুমি ছাড়া মিথ্যা
আমি বাস্তব কিন্তু তুমি ছাড়া অপূর্ণ
আমার স্বপ্ন, তোমার স্পর্শ ছাড়া মৃত।
ভালোবাসা মানে আমার শেকড়,
চাওয়া তুমি আর এই সুন্দর পৃথিবী
বাকি সবটাই স্বপ্ন, কল্পনা আর অভিলাষ
জীবনের রুঢ় বাস্তবতা, আমি আজও একা
আমার ভালোবাসা, বিধাতা আর তোমার অপেক্ষায় থাকা...।