তুমি আমার, অন্য কারো নও
হতে পারো না, যদি পারতে,
তবে আজ কারো ঘরণী হতে
এখনো একা পথ চলতে না।
আজ তুমি ভালো আছ, কি মন্দ
সে প্রশ্ন আবান্তর বা ভুল নয়,
কিন্তু তুমি একা, এটাই বড় সত্য
কেননা, আজও তুমি কারো হতে পারোনি।
হয়তো ভালোবেসেছো কাউকে
নতুন ভাবে, সম্পূর্ণ উজাড় করে,
কিন্তু সে তোমাকে গ্রহন করেনি
একান্ত তোমার মত করে।
তোমার সমস্ত ন্যয় আন্যায়কে
আমি মেনে নিয়েছিলাম সাদরে
কেননা আামি ভালোবেসেছিলাম
তোমাকেই, শুধুই তোমাকে।
আমার ভালোবাসা আজও তুমি
অন্য কারো জায়গা হয়নি এখানে,
তোমার আসনটা শূন্যই আছে
হয়তো শূন্যই থাকবে চিরকাল।
আমার প্রতিটি নিঃশ্বাস সংঘর্ষ করে
তোমার নিঃশ্বাসের প্রয়োজনে
আমার শূন্য ঘর হাহাকার করে
তোমার উপস্থিতির অভাবে।
আমার প্রহরগুলো নিঃশব্দে কাদে
নতুন দিনের আলোর অপেক্ষাতে,
আমার রক্তবিন্দু গুলো আন্দোলন করে
তোমায় ফিরে পাবার অপেক্ষাতে।
তুমি ফিরে আসো, মন চায় প্রতিক্ষন
বাধা হয়ে দাড়ায় শুধু মস্তিষ্ক
আমার শরীর তোমার অস্তিত্ব খোজে
বাস্তবতা তোমায় ভুলতে বাধ্য করে।