আমি ভালোবাসি তোমাকে, মিথ্যা নয়
তোমার অস্তিত্ব ছিলো আমার পথচলার শক্তি
জীবনের নিয়মে তোমার কাছে এসেছিলাম,
সময়ের প্রয়োজনে তুমি আমাকে ভালোবেসেছিলে।
তোমার অস্তিত্ব আমাকে কষ্ট করতে শিখিয়েছিলো,
জীবন যুদ্ধের মাঠে নামিয়েছিলো,
যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়েছি,
কিন্তু হারতে দেয়নি আমাকে, তোমার অস্তিত্ব।
সংগ্রাম করেছি সুখের নিমিত্তে,
তোমার মুখের হাসির প্রয়োজনে।
ভুলে থেকেছি পৃথিবীকে,
তোমার পৃথিবীর আহবানে।
বিসর্জন দিয়েছি নিজের আমিত্বকে,
বদলেছি নিজেকে তোমাতে।
কত রাত কাটিয়েছি তোমার শয়নে,
বিনিদ্র নয়নে একাকী তোমার পাশে।
ভুলে থাকতে চেয়েছি, মৃত্যুর বর্জ ঘন্টাকে,
উপেক্ষা করেছি শরীরে ভেতরে বাস করা
বিষাক্ত জীবানুর তীব্র আর্তনাদকে।
আমি ভুলেগিয়েছিলাম আমাকে, নিজের স্বত্তাকে
যখন ভুল ভেঙ্গেছে, চোখ মেলে তাকিয়েছি,
কেউ নেই পাশে, শুন্য পৃথিবী
তোমার অস্তিত্ব কেন, নিজের অস্তিত্বই খুজে পাইনি।
আজও আমি হারিনি, অস্তিত্বের প্রয়োজনে লড়ছি
আমার ভালোবাসাও হারায়নি, হারাবেও না
হারিয়েছো তুমি, তোমার অস্তিত্ব¡, আমার স্বপ্ন।
আজও আমার জীবনে সূর্য ওঠে, চাঁদ আলো ছড়ায়
সূর্যের আলোয় উত্তাপ আছে, জোছনার মায়া নেই
বিষাক্ত জীবানুগুলো ক্ষতবিক্ষত করছে শরীরটাকে
মৃত্যু প্রতিদিন ঘন্টা বাজাচ্ছে সমাপ্তির প্রয়োজনে।