আমি উন্মাদ, আমি পাগল
আমি তোমার মায়ায় বাধা মন
আমি তোমাকেই ভালোবাসি,
আমি তোমাকেই চাই।
আমি পুরুষ, আমি পশু
আমি ধর্ষন করি তোমাকে,
আমি বীর, আমি পরাজিত সৈনিক
আমি শাসন করি তোমাকে
তবুও আমি তোমাকেই ভালোবাসি,
আমি তোমাকেই চাই।
আমি সকাল, আমি সন্ধ্যা
আমি তোমার বিছানায় উত্তপ্ত কামনা
আমি রাত, আমি ভোর
আমি ঘুম ভাঙ্গানো পাখি তোমার
আমি তোমাকেই ভালোবাসি,
আমি তোমাকেই চাই।
আমি অত্যাচারী, আমি নিশংস
আমি খুন করি তোমার বিশ্বাস
আমি ঝড়, আমি ঝঞ্ঝা
আমি সংসার ভেঙ্গে করি চুরমার
তবুও আমি তোমাকেই ভালোবাসি,
আমি তোমাকেই চাই।
আমি পথিক, আমি আগন্তুক
আমি তোমার পথের সহযাত্রী
আমি বন্ধু, আমি মিত্র
আমি তোমাতেই হতে চাই বরনীয়
আমি তোমাকেই ভালোবাসি,
আমি তোমাকেই চাই।
আমি মিথ্যা, আমি ভন্ড
আমি তোমাতে নই সন্তুষ্টি
আমি অন্যায়, আমি অনিয়ম
আমি লুট করি তোমার সম্ভ্রম
তবুও আমি তোমাকেই ভালোবাসি,
আমি তোমাকেই চাই।
আমি সুর, আমি লয়
আমি তোমার গানের স্বরলিপি
আমি ছন্দ, আমি লেখনি
আমি তোমার লেখা কবিতা
আমি তোমাকেই ভালোবাসি,
আমি তোমাকেই চাই।