আকাশে তারারা মিটিমিট জ্বলছে
শুনশান বাতাস চারিদিকে বইছে
নীড়ে ফেরা পাখিরা জড়াজড়ি করে ঘুমিয়েছে
ক্লান্ত আমার চোখ, ঘুম নেই তাতে
সঙ্গী হয়ে আছে কিছু নোনা জল।
নিঃশ্বাস ভারী হয়ে আসে স্তব্ধতায়
স্বপ্নহীন জীবনের স্বপ্নগুলো আছড়ে পড়ে
একাকীত্ব, কষ্ট আর ভেঙ্গে যাওয়া আল্পনার গল্প
রচয়িতা আমি, রচনা করি প্রতিনিয়ত।
ক্লান্ত সময়ে ভাবনার অক্লান্ত পরিশ্রম
ক্যানভাস হীন জীবনের অসমাপ্ত আঁকা ছবি
আঁধারের বুক চিরে নেমে আসা বিদ্যুতের বেগ
রচিত হয় বাস্তব জীবনের খন্ডিত অধ্যায়।
কামনাহীন জীবনে স্বপ্নের বিলাসিতা
ভালোবাসা আর ভালোলাগার মিশ্রিত কবিতা
করুন সুরে গাওয়া কোন গান
না পাওয়ার বেদনায় লেখা উপন্যাস
জীবন নামের বেলাভুমি, একা পথিক আমি।