তোমাকে কাছে টেনে নেওয়ার কোনো অভিপ্রায় ছিল না
ছিল না তোমাকে ভালোবাসবার কোনো অবকাশ
তবুও নিয়তির অমোঘ নিয়মে তোমাকে ভালোবেসেছিলাম
আমার কোলে মাথা রেখে তোমায় ঘুম পড়িয়েছিলাম।
অতীত অবগাহনে চোখের বারিধারা নৃত্য করে
ঝাপসা হয়ে যায় পুরো পৃথিবী, শুধু তুমি ছাড়া
ভুলে যাওয়ার সংগ্রামে মিথ্যা লড়াই করে চলেছি
মস্তিষ্কের মাঝে জীবন্ত তুমি, কাফনে জড়াতে পারিনি।
জীবনের এই সাঁঝ বেলায় স্মৃতিগুলো কেঁদে ওঠে
সাজানো স্বপ্নগুলো অতীতের খাতায় পড়ে থাকে
সময়ের বিবর্তণে জীবন হারিয়েছে ধুসর রঙে
আধার পথের মাঝে হারিয়েছি নিজেকে, সব বিলিয়ে।
বিদায়ের সানাই বাজছে, যেতে হবে বহু দুরে
রিক্ত হাতে, শুন্য নয়নে, যাবো আমি একা চলে
তোমার পৃথিবী স্বর্গ হোক, ভালোবাসার মালা গেঁথে
দেখা হবে মরনের ওপারে, চেয়ে নেব আবার তোমায় বিধাতার কাছে।