চেয়ে দেখ আকাশে চাঁদ উঠেছে
রূপালী ঝর্ণাধারা বহিছে মাটিতে,
শুকতারা আমায় ডেকে বলে
নেই কেন তুমি আমার সাথে।
জোনাকিরা মিটিমিটি জ্বলে আর নেভে
স্বপ্নরা কেঁদে ওঠে নিবিড় আঁধারে,
তোমার স্বপ্ন আমার বুকে নিয়ে
কেটে যায় প্রহর একাকী নির্জনে।
রক্তিম সূর্য ওঠে ঐ ভোরের আকাশে
তপ্ত আলো ছড়ায় দগ্ধ হৃদয়ে,
চিকচিক করে বালি নির্জন বালুচরে
জীবনের আল্পনা হারিয়ে যায় চোরা বালিতে।
বেলাভুমি আমায় ডেকে বলে
একা একা কেন হেটে চলো আমার ভুবনে,
সাগরের ঢেউগুলো ডেকে বলে
চলে এসো আমার কাছে নিয়ে যাই বহু দুরে।
দ্বিধাদন্দ আর স্বপ্নরা মনেতে
ভুলে যাওয়া সহজ নয় শুধু ঐ তোমাকে,
উত্তাপ ছড়ানো সূর্যের আলোতে
একা একা কেটে যায় তপ্ত বালুতে।
সন্ধ্যার বাতাসে, সূর্য অস্তাচলে
জীবন ফিরে আসে নির্জন আঁধারে,
আরও একটি রাত কেটে যাবে
তোমায় ফিরে পাবার আশাতে।