তোমার ভালোবাসার পথের
ধুলায় পড়ে থাকা একটি
লাশ আমি,
যে লাশের গন্ধ তোমাকে
স্পর্শ করে না,
যে লাশের জন্য তোমার আত্মা
কাঁদে না।
তোমার ভলোবাসায় সিক্ত হয়ে
আজ আমি মৃত।
সুখের নীড় গড়তে গিয়ে
জীবনের গল্পটা হয়েছে দুঃখের।
স্বপ্নরা রঙিন পাখা না মেলে,
হয়েছে ধুসর।
ভলোবাসার বদলে পেয়েছি
প্রতারনা আর ঘৃনা।
যে ভলোবাসার আকুতি ছিলো
তোমার ঠোটে, সে ভালোবাসা
আজ অন্যের।
যে আবেগ একদিন আমাকে
টেনে নিয়েছিলো তোমার বাহুডোরে,
আজ তা অন্যের।
তোমার ছোঁয়ায় যে বগানে ফুল
ফুটতো, সে বাগান আজ শুন্য।
যে নীড় তোমার আলোয়
আলোকিত ছিল, আজ তা
আঁধারে ঢাকা।
তুমি নেই তাই আলো জ্বলে না,
ফুল ফোটে না, মৃত আমি
লাশ হয়ে পড়ে থাকি।