তোমার সাথে হেটেছি অনেক অনেক পথ
দুজনের হাতে হাত রেখে বসে থাকা
তোমার চোখে চোখ রেখে কথা বলা
দুঃখের আলিঙ্গনে অশ্রু মুছে দেওয়া
সুখের ছোঁয়ায় আপ্লুত হওয়া
চিরদিন যুগপথ চলবার অঙ্গিকার
তবুও বন্ধনে বাধতে পারিনি তোমাকে।
আমার বুকের পাজরে লেখা তোমার নাম
আমার নিঃশ্বাসে নিঃশব্দ আলোড়নে তুমি
আমার কল্পনায় আঁকা তোমার ছবি
আমার নিঃস্ব পৃথিবীতে তোমার অস্তিত্ব
আমার অশ্রুশিক্ত বুকের পাজরে দামামা
আমার ভাবলেশহীন অনাগত দৃষ্টির স্থিরতা
সবই এগিয়ে যাবে, আমার সাথে মৃত্যু পর্যন্ত।
দ্রুত গতিতে সময়ের নিঃশব্দ এগিয়ে যাওয়া
আঁকা বাঁকা পথে জীবনের পথ চলা
পাওয়া আর না পাওয়ার জটিল সমিকরনের খেলা
ছন্দহীন জীবনের বেসুরে গাওয়া গান
জীবন নামক নাটকের সফল-অসফল মঞ্চায়ন
সুখ, দুঃখ, ভালোবাসা, বিচ্ছেদ, স্বপ্ন, আলিঙ্গন
বেঁচে থাকতে চাওয়ার আঁকুতি, মৃত্যুতে পরিসমাপ্তি।