আমার কোন অভিযোগ নেই
নেই কোন অভিমান;
আশা আছে ক্ষীণ, প্রত্যাশা নেই;
ভাবনার দেয়াল আছে, সমুদ্র নেই।
চোখে জল আছে, শুকিয়ে যায়নি;
বেঁচে আছি, মৃত্যু এখনো আলিঙ্গন করেনি;
বুকের ভেতর ক্ষোভ আছে, প্রতিশোধ নেইনি।
সাদা ক্যানভাস আছে, রংতুলি মেলেনি;
স্বপ্নগুলো উড়ে বেড়ায়, আলোতে পাখা মেলেনি;
অনিয়মের যন্ত্রনা আছে, নিয়ম ভাঙ্গার নিয়ম নেই।
চলে যাওয়া পথের বাকে, অনেক গল্প লুকিয়ে থাকে
না বলা কথার মাঝে, ফিরে পাবার হাতছানি থাকে;
জীবন নামের গল্পটা, বিধাতার নিয়মে চলে;
সময়ের এগিয়ে যাওয়া জীবন,
শুধু সুন্দর সমাপ্তির অপেক্ষায়।