ফেলে আসা জীবনের পথের বাকের স্বপ্নগুলো
নিয়তির নির্মমতায় কষাঘাত করে বাস্তবতায়
দীর্ঘশ্বাস ছাপিয়ে অস্থিরতায় পেয়ে বসে জীবন
ভুলতে চাইলেও ভোলা যায় না সময়।
নিস্তব্ধতার আলোড়ন, পাথর চাঁপা স্মৃতি
বিবর্ণ রাত, দুচোখের নিয়ন্ত্রণহীন বৃষ্টি
চিৎকার করে ওঠা বুকের ভেতরের আর্তনাদ
বাস্তবতার পথের মাঝে জীবন থমকে দাড়ায়।
জীবন থামে না, এগিয়ে যায় সময়ের চাপে
আলো আঁধারের খেলা চলে নিয়তির নিয়মে
পাওয়া আর না পাওয়ার হিসেব মেলে না
সময়ের বিবর্তনে জীবন খাতায় শুধু লেখাই রয়।
ঘূমহীন রাত, স্বপনহীন প্রান, নিস্তব্ধ আঁধারের ক্রন্দন
শিরার মাঝে প্রবাহিত হতে থাকা উন্মাদ রক্ত
ভেঙ্গে যাওয়া বিশ্বাসের উজ্জ্বল তরবারী
মনুষত্বের আদালতে নির্বাক দর্শক আমি।
স্বপ্নগুলো কাঁদে, চিৎকার ভেসে আসে কানে
দৃষ্টি গুলো ঝাপসা হয় তবুও চোখ খোলা রয়
পিছু ফিরে যাবার প্রত্যয় ধ্বংস হয়, সময়ের বাধঁনে,
জীবনের সামনে ধুসর পথ, তবুও চলতে হয়।
পথ চলা থামবে হয়তো একদিন, নিরবে
অতীত, অতীতে পড়ে রবে, ধুলায় লুটিয়ে
নিভে যাবে দৃষ্টি, থেমে যাবে বুকের স্পন্দন
মর্তের মাঝে মিশে যেতে হবে, মৃত্তিকার আমি।