মৃত্যু অনিবার্য জানি,
আমরা মানতে চাই না।
কখন যে মৃত্যু দুয়ারে এসে দাড়ায়,
আমরা বুঝতেই পারি না।
নিয়তির নির্মমতায় হঠাৎ,
না ফেরার দেশে চলে যাওয়া,
অস্তিত্বের হয় অবসান,
মতের্র অবস্থান হয় শুন্য।
জন্ম থেকেই শুরু বেঁচে থাকার লড়াই,
অনিবার্য মৃত্যু, তবুও ভুলে থাকা চাই।
সময়ের জটিল সমীকরনের আড়ালে
ফেলে যেতে হয় শুধু জীবনের গল্প।