মানুষ নামের পশু তুমি
মনুষ্যত্ব নাই
রঙ বেরঙের পোশাক পড়েছো
মানুষ তুমি নও।।
মানুষ হতে বিবেক লাগে
বুকের মধ্যে আত্মা লাগে
চোখের মাঝে আলো লাগে
সত্যকে মেনে নেয়ার সাহস লাগে।।
বিশ্বাস ভেঙ্গে অবিশ্বাসী হয়েছো
রক্তে মাটি রঞ্জিত করেছো
আমার সন্তান কেড়ে নিয়েছ
বিবেক টা তুমি হারিয়ে ফেলেছ।।
আমার মুখের ভাষা কেড়ে নিয়েছ
আমার চোখ বেঁধে রেখেছো
আমার স্বাধীন চলা বন্ধ করেছো
আমার সব অধিকার কেড়ে নিয়েছ।।
আবার তোমরা মানুষ হও
মানুষ নামের জন্তু নও
ভালোবেসে হাত বাড়াও
অধিকার নিয়ে আমাদের সাথে পা মেলাও।।