উন্মাদের মতো উড়ছিলাম আকাশে
জয় করে নিয়েছিলাম পৃথিবীটাকে
মনুষ্যত্ব বোধ হারিয়েছিলাম
উপড়ে ফেলেছিলাম প্রকৃতিকে
ভুলে গিয়েছিলাম সৃষ্টির স্রষ্টাকে।
ভোলেননি তিনি, যিনি স্রষ্টা
এক ধাক্কায় মর্তের বুকে আছড়ে ফেলেছেন
বেঁচে থাকার চেষ্টায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়
আতংকে ছুটা ছুটি তবুও গ্লানি নেই
ভুলে গিয়েছি মনুষ্যত্ব নামের অস্তিত্বের কথা।
মানুষ নামের অমানুষ আমি
চরিত্রটাকে বদলাতে পারিনি
এখনো আগের মতই আছি
চারিদিকে লাশের ছবি
কাফনের কাপড় ছিনিয়ে নিতে উদ্দ্যোত আমি
মৃত্যুর মিছিলে স্বজনেরা ঝরে পড়ে
বুকে আতংক, চোখে ঝরনা ধারা
মৃত্যু দিও না স্রষ্টা, শিক্ষা দাও
মানুষ হিসেবে পাঠিয়েছ, মনুষ্যত্বটা ফিরিয়ে দাও
মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবার অধিকার দাও।