জীবনটা এমন না হলেও পারতো!
জীবনের দোষটা কোথায়, দোষটা নিজের
ভুল করি নিজে, দোষ শুধু ভাগ্যের
যখন নিরূপায়, ভিক্ষা চাই বিধাতার কাছে।
জীবন আজ যেমন চলছে, তেমনই চলবে
পাল্টাবার ক্ষমতা আজ আর নেই
সময় চলে গেছে, অসময়ে জ্ঞান ফিরেছে
প্রতিবার ভুল করেছি কিন্তু শিক্ষা নেইনি।
সোজা পথ ছেড়ে, বাঁকা পথে হেটেছি
যোগ্যতার চেয়ে বেশী কিছু কল্পনা করেছি
প্রাপ্তির চেয়ে, উচ্চবিলাসিতায় মেতেছি
যোগ্যকে ছেড়ে অযোগ্যকে মূল্যায়ন করেছি।
সূর্য ডুবেছে, পথের বাঁকের আঁধারে একা দাড়িয়ে,
যৌবন ফুরিয়েছে, জীবন সঙ্গীরা সব হারিয়েছে
ফেলে আসা পথের বাঁক ভুলে ভরা
ভবিষ্যতের পথ, শুধু মৃত্যুর অপেক্ষা করা।