জীবন নামের কল্পকথা,
যায় না তাকে ধরে রাখা,
সময়ের ব্যবধানে হয় যে সব অচেনা,
মানুষ নামের প্রানীগুলো করে শুধু খেলা।
জীবনের মাতাল হাওয়ায় হারিয়েছে পথ
হিসেবের গড়মিলে জীবনের খাতাটা শূন্য
পথের বাকে ক্লান্তির সীমানায়, সময় হয়েছে বৃদ্ধ,
জীবন নামের কল্পকথা, বাস্তবতার কষাঘাতে পিষ্ঠ।
দুরন্তপনা শৈশব, কৈশরের উচ্ছলতা
যৌবনের নেশা ধরা স্বপ্ন, মেলেছিলো পাখা,
শেষ বিকেলের ঝড়ে পড়ে আছে সে পথের মাঝে।
জীবন সে তো গল্প নয়, জীবন মানে যুদ্ধ
কল্পনার ফানুষ ওড়ালে, জীবন হয় শুন্য।