তোমার অস্তিত্বের বাহিরে যাবার অবকাশ মেলেনি
সময়ের স্রোতে জীবনটা পাল্টে গেছে হয়তো
কিন্তু দু’চোখে এখনও ঘুম আসেনি, তোমায় ছাড়া
তোমার বোনা স্বপ্নগুলো রক্তের মাঝে খেলা করে এখনও।
সময়ের আবর্তে ফিকে হয়ে আসা যৌবন
বার্ধ্যক্যের চিরন্তন গুটিয়ে যাওয়া জীবন
তোমাকে চিরদিন ধরে রাখতে না পারার আর্ত চিৎকার
সবই ভালোবাসা নামক শৃঙ্খলিত কারাগারের দেয়াল।
জীবন হয়তো ফুরিয়ে যাবে কোন একদিন
পাওয়া না পাওয়ার হিসেব হয়তো মিলবে না
জীবন নামক খেলাঘরের প্রতিপক্ষ হয়েছিলে তুমি
পরাজয় মেনেছি, জয়ের উল্লাসে হারিয়েছো তুমি।
যদি অবকাশ পাও, পেছন ফিরে তাকিয়ে দেখ
পরাজয়ের গ্লানির চেয়ে তোমার জয়ে আনন্দিত ছিলাম
নিজের মনের মাঝের স্বত্বাকে প্রশ্ন করে দেখ
তোমার জয় আমার অস্তিত্বকে অস্বীকার করে নয়।
আজকের তুমি আমার অস্তিত্বের একটি অধ্যায়
আজকের তোমার হেঁটে চলা আমার দেখানো পথের বাঁক
আজকের তোমার স্বপ্ন, আমার ক্যানভাসে আঁকা চিত্র
আজকের তোমার জীবন, আমার দেওয়া স্বাধীনতার পতাকা।