লকডাউনে রেখেছি কথা,উপোস দিয়েছি কলমে!
আমি আজ স্বাধীন নই , স্বাধীনতা এখানে নেই!
এখানে একা আত্মা,আত্মীয়তার আনাগোনাও নেই!
একা,
নিস্তব্ধ একা চারিদিক।
মগ্ন,
গভীর মগ্নতায়।
ছুঁতে এসো না এখানে, এখানে ছোঁয়া বাড়ন।
এখানে শুদ্ধি চলছে,
শুদ্ধি চলছে আত্মার, মনুষ্যত্বের,মগজের, রক্ত কণিকায় প্রবাসী ডি এনের।
ভাবো,
শুধু ভাবতেই থাকো।
প্রেমহীন প্রেমের ভেলায়
কেটে যায় বেলা, সব অবেলায়।