আমি পবিত্র হতে এসেছি :
বিলিয়ন কিংবা ননিলিয়ন আত্মার জগতে আমার জন্ম হলেও উত্থান কিন্তু মাটি, পানি অক্সিজেনের এই তটে।
বাল্য, কিশোর ও যৌবন, সব কালেই মানুষের ছবি দেখেছি ;
প্রকৃত  মানুষ দেখেছি কম!
অমানুষের জগতে আমিই বা কতটুকু বিচরণ করতে পারি!?
তাই, আমিও অমানুষ।
জৈবিক বলো আর আত্মিক ই বলো,
প্রেয়সীর কাছে কিছু এক টার টানে , মানুষ হয়ে পবিত্র  হতে চেয়েছি।
কিন্ত,
অমানুষ ই রয়ে গেলাম।
কারণ, সেও তাই।

আমি পবিত্র হতে এসেছি :
নর্দমার কাদায়, উথিত শীন্নের বমি হওয়া গাড়তায়, ময়লার ডাস্টবিনে অনুসন্ধান চালিয়েছি!
বসন্তের ফুল কানন, কুমিরের যৌন-মিলনের দৃশ্য থেকে ভোরের কোকিলের মিষ্টি কন্ঠ,সব-ই শুকেছি দেখেছি হৃদয়ঙ্গম করেছি ।
তবুও,
অযুত - লক্ষ - নিযুত - কোটির তফাতটা
বুঝিনি !!!

পবিত্র হতে এসেছি :
সৃষ্টি যার ধ্বংস তার অনিবার্য ;
পতন ঘটবে আমার, পচন ধরবে মাটির দেহে।
সার হয়ে যাব পলি-মাটির কাদায় মিশে।
চাষ হবে সে মাটিতে, গোলাপ কিংবা গাঁজার!!!
কেউ তার গন্ধে
বিমোহিত,
আবার কেউ সেবনে নিমন্ত্রণ করবে মৃত্যু,
হবে শায়িত।
চলবে -
দাদা, পরদাদা, লাকারদাদা, সাকারদাদার যুগ অবধি।

তবুও,আমি পবিত্র হবো :
পবিত্র যেমন পদাঘাতের জমজম, কালিমায় পড়ানো বিয়ে, কুর্‌আন মাজিদের সংস্পর্শে রেহেল,
ঠিক তেমনি।
সাধনার বড়িতে অথবা , ঐশ্বরিক ক্ষমতায় হলেও আমি পবিত্র হবোই।
কারণ, আমি পবিত্র হতে এসেছি।

অতঃপর ফিরব সেই জগতে,
যেখানে পরম পবিত্রতায় লেখা হয়েছিল আমার অদৃষ্ট।
যেখানে হয়েছিল আমার প্রথম জন্ম।
হবো,
আমি আবার পবিত্র হবো,
২য় জন্মের আজন্ম পাপ হতে।