অতীতের যত মহামারী আর ক্ষতের
ক্রান্তিকাল,
ছালাম-রফিক হতে সাঈদ-তানভীন
ভাষা-বৈষম্য করতে স্বাধীন
রক্ত সাগরে ভাসায়ে তরী
জালিয়েছে জয়
মশাল।
প্রয়োজনে আবারও আসিবে ফিরে
নোঙর করাবে ইনসাফ তীরে,
চারিপাশে তুমি যেভাবে বিলাও
বানের পানির
ঢল!
তোমার শ্বশান ও কবর হবে
মা বলে ডাকার কেহ নাহি রবে
পাবেনাতো হাসুর দরদ আঁচলে
মুছাতে নয়ন
জল।
তুমি যে আমার দাদার ও বাপের
এবং আমার ও ভবিষ্যতের,
চিরশত্রু হয়েই রচিবে
কাল হতে
মহাকাল,
এবার যদি জাগেরে জনতা
জানাজা দিল্লী - কবর কলকাতা
শোধ নিতে সব নিযুত হিসেব
করিবেনা অণু
ক্ষেপনকাল।