প্রেগনেন্ট মগজে প্রেমিকার ভ্রুণ বেড়ে উঠছে,
খুব সঙ্গও দিয়ে যাচ্ছে আমার নূন।
উদ্দেশ্য, বিদ্রোহ করে জন্ম দেবে নতুন রাস্ট্রেের।
প্রেমে মগ্ন "শুক্র ডিম্ব "..
অশরীরি অবয়ব নিয়ে পূস্ট অন্দরমহল।
চোখদর্পনে যা কার্বনডাইঅক্সাইডের বেলুন,
কসাই হস্তে ছুড়িকাচির নিদারুণ ছুটোছুটি।
জন্ম, প্রকাশ!

কৃষ্ণবর্ণের অবয়ব এ আবির্ভূত ক্রোধ!
আয়ুকাল তিন মাস।
সৈন্যসামন্ত বলতে, "দূশব্দ,পৈশাচিক মানবতা আর বিভৎস্য লৌকিকতা "।
পক্ষান্তরে,
প্রেয়সীর আর যাই থাক _ মন নেই :-
দেহখানায় নিজেক বিক্রি করেছে বারংবার
তোমরা যার নাম দিয়েছো " আরামাগার "
বাবুরা বেশ খাতির করেছে তার,!
সে দেহের প্রতিটা ইঞ্চি মিলিতে রয়েছে বিভৎসতা
আমাকেও সে বলেছিলো, কি হবে নাকি এক সিপ ?
তোমরা যাকে পরিক্ষা বলো,
ক্ষিদেয় মরতে বসা পতিতারা তাকে বলে " অন্ন " ।

তোমরা করলে হয় আধুনিকতা
তারা করলে হয় পতিতা।
তারা তোমার চেয়ে ঢেড় সভ্য ....
চার দেয়ালেই তাদের রুটিরুজি।
নিজের যা হয় হোক,
বাঁচে যেন ভাই, বোন, বাপ, মায়।
বাপের হাপানীর টানটা ইদানিং বাড়ছে
ডাক্তার বলেছে অপারেশন লাগবে,,!
টাকা জোগাতে তাই খদ্দের গিলছে আগের চেয়ে তিনগুন!
প্রত্যেকটা রাত কাটে তার নির্ঘুম পৈশাচিক যন্ত্রনায়,,,
আদম ঠেকাতে খেতে হয় পিল,
খেতে হয় ব্যাথার পায়ে শেকল পড়ানোর বড়ি।
তুমি কি করছ, হ্যাঁ...?
অন্যের বুকে অবিশ্যাসের পেরেক ঠুকে
অত্যাধুনিকতায় উলঙ্ঘ গা ভাসিয়ে আধুনিকতা মারাও ???
খুব উচিৎ হয়,
ল্যামপোস্টের পেরেক ঠুকে দিয়ে তোমার রাস্ট্রের প্রবেশদ্বারে আমার মৃত বিশ্বাসকে ফ্রেমবন্দি করে ঝুলিয়ে রাখা।

দেখুক, পরবর্তী প্রজন্ম
দেখুক, পরবর্তী রাস্ট্রের রাস্ট্রপতি
দেখুক, পরবর্তী প্রজন্মের বুদ্ধিজীবীরা...

দেখবো, গণতন্ত্র কি বলে!!!