থেমে যদি যায় কলম আবার
সাগর রুনীর মতো,
তবে কী তুমি বাংলাদেশ আবারও
সারিয়ে তুলবে ক্ষতো?

অনেক রোদে পুড়ে যে মাটি
রক্তে মেটালো পিয়াস,
তবে কি তবে কি আর কোনো রীতে
সাজ নেবে ফের বিলাশ?

এ স্বাধীনতা কি আবারও যাবে
স্বৈরাচারের হাতে?
লাখ নয় এই প্রশ্ন আজিকে
কোটি'তে হাত পাতে।