হিন্দুস্থানের ঘুঘু,
সময় আসছে বুঝিয়ে দেওয়ার
কারা সংখ্যা লঘু ।
মুসলিম কভু নাহি হয় নত
নাহি করে নত শীর,
পড়ো ওসমান-খালিদ জীবনী
বিজয়ী সে তাকবীর।
হও তোরা গুননে নিযুত কোটি
কৌশলে আগুয়ান,
খোদার দ্বীন কায়েমে স্বয়ং
তিনিই প্রজ্ঞাবান।
শোনো হিন্দুস্থানের দাদা,
সাম্প্রদায়িক সম্প্রীতিতে
মুসলিম'ই মহারাজা।
✍️ : ০৫/১২/২০২৪ খ্রীস্টাব্দ।