দেশ স্বাধীনের স্বাধীনতা
পড়লো বাজার ঘাটে,
আমার দেশের সবজি আনাজ
আমাদেরই শাটে।

চড়া দামে উঠলো মরিচ
ডিম-বেগুন আর আলু'র
ফর্দ দেখে পকেট কাপে
মিয়া বাড়ির খালু'র।

পেনশনের নয় হাজার টাকায়
বাজার,অসুধ কেনা,
তার উপর এই আগুন বাজার
বাড়ছে খালুর দেনা।

এমন দিনে আসলো জামাই
মেয়ে আর ছোট্ট নাতি ,
নাতির বায়না-খাবে ইলিশ
নদীর ট্যাংরা-পুটি।

এই সমাজে মধ্যবিত্ত
মুখ লুকিয়ে কাঁদে,
চোখের জলে মুখ হয় মলিন
সিন্ডিকেটের ফাঁদে।




লেখা :  ১৬)১০(২০২৪ খ্রীষ্টাব্দ