রোদ পুড়ছে জল ভিজছে
সাগর বুকে উট চড়ে,
আরব মরুর উষ্ণ জলে
হাঙ্গর'ই তিমির ভোজ করে।

আমরা সবে যে যার মতো
ঘুমিয়ে থাকার রাত কিনি!
দিন রাত যার নেইকো ফারাক
তারাই নিথর ফিলিস্তিনি!!!




অপ্রকাশিত অনুকাব্যের পান্ডুলিপি থেকে।
০৮/০৪/২০২৫