রিমঝিম - রিম বৃষ্টি পড়ে
মেঘ যে এলো বাড়ি,
সূয্যি মামা রাগ করেছে
করলো বুঝি আড়ি।
জাগালো পাড়া পড়লো সাড়া
রাত্রে নেইকো ঘুম,
কাস্তে হাতে আয়না সবে
ধান কাটিবার ধুম।
ঝড় আসে ঐ কালবৈশাখী
কুনো ব্যাঙের ডাক,
হলদি - সিঁদূর আনরে তোরা
বাজাও ঢুলির ঢাক।
বর্ষা রাতে ছুটবো সবে
বাগান বেড়া ডিংগে,
আম কুড়াবো জাম কুড়াবো
তুলবো পটল ঝিংগে।
রিমঝিম - রিম বৃষ্টি এলো
বৃষ্টি এলো ঐ,
শেয়াল ডাকে হুক্কাহুয়া
সূয্যি মামা কই?