আপো,

দিল্লি থিক্কা এইবার তুমি
আগুনের আচঁ  মাপো।


________________


০৫/০২/২০২৫ খ্রীষ্টাব্দ।

৫ ই ফেব্রুয়ারী আরেক ইতিহাসের সাক্ষী হলো বিশ্ববাসী।ফ্যাসিস্ট হাসিনা ইন্ডিয়া থেকে তার দলীয় ক্যডারদের নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীলতার
পরিকল্পনা করায়,প্রতিবাদ স্বরূপ বিপ্লবী জনতা  একই দিনে ঢাকায় ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িটি বুল্ডোজার, হাতুড়ি শাবল দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।এবং সেই সাথে আগুনও ধরিয়ে দেয়।

এই পরিস্থিতিতে ,
ফ্যাসিস্ট আপাকে উৎসর্গ করে আমার এই অনু কবিতা।