কে আছে ভাই - এইনা ভবে
মায়ের মতন কেহ,
মধু মাখা হাতে কত ভালোবেসে,
বিলায় আদর স্নেহ।
কে আছে ভাই - কাঁদন বুঝিবার
ছিনু যখন দাদু-কোলে,
ছুটিয়া আসি পাজো কোলা করি
বুক অমৃত পেয়ালে।
কে আছে ভাই - পৌষের জারে
জড়াইয়া মোরে কাঁথা,
মাটির বিছানে করিয়া শয়ন
বরণ করিছে ব্যাথা।
কে আছে ভাই - ভুখা পেটে দেবে
নিজে না খেয়ে ভাত,
বাছা-ধনে রে করিয়া তৃপ্ত
কাটায় নির্ঘুম রাত।
কে আছে ভাই - এমনও দরদী
এইনা ভূবন মাঝে,
দুধে-ভাতে থাক করে প্রার্থনা
সকাল - দুপুর - সাঁঝে।