কোন জননীর সন্তান রে তুই,
কোন পাপেরই ফল?
ভাবখানা তোর বিদ্যেবোঝাই
জীবনটা তোর ষোলো আনাই
শুন্য খাতার জীবনে তোর
প্রাপ্তি বিয়োগফল...
স্কুল কলেজ ভার্সিটিতে
যাবেই আমার বোন,
লোভাতুর চোখে দিয়ে দৃষ্টি
করলি সৃজন কুসংসকৃস্টি
শীস্যের আগে শিক্ষাগুরুর
বিদ্যার প্রয়োজন...
পর্দা হিজাব ভাল্লাগে না
শালীনতার নামে,
"শিক্ষক তুমি শ্রেষ্ঠ সবার
দিল্লির পতি সেতো কোন ছাড়",
সেই বানী আজ ভুলে গেলি তুই
ফিকে লাগে তোর কানে?...
প্রগতির নামে বেচিয়া সত্য
বাড়াস পাপের ঋণ,
ছেড়ে দিয়ে দে ভদ্র সমাজ
চামড়া দালালি করে তুই খাস
ধিক্কার তোর বিবেক পঁচেছে
মন মগজে তুই অশালীন।...