আমি স্বাধীন, এ কথাই আজ মিথ্যে!
ইচ্ছে যুক্ত চলাফেরা, খাওয়া, পরা ও বলা
আরো শতো যা কিছু আছে।
কেরিসমেটিক নেতা ও বাংলার পিতা মুজিব সাব
যদি জানিতেন,
কাফনের কাপর খানি জনগণের তরে দিলেও
কতিপয় মনতিরিসাব গন তাহা লুঙ্গি, পাঞ্জাবী
কিংবা ফতুয়া বানাইয়া নিজ অঙ্গে ও চৌদ্দ গুস্টিকে পরাইবেন,
অন্যদিকে,
অভাগা প্রিয় বাঙ্গালী শেষ বস্ত্র খানি বিনা
পরলোকে গমন করিবেন........!!!
আমি ড্যাম শিওর,
তিনি মস্তকের চুল সাদা করিয়া
স্বাধীনতার লাগি তুফান তোলা হুংকার দিয়া
প্রিয়জনদের রক্ত সাগর পাড়ি দিয়া
নিজের সর্বস্ব সহস্তে সম্প্রদান করিয়া
এদেশে সাধিনতা আনিতেন না....!!
মৌলিক অধিকারকে লাশ বানিয়ে সাজিয়েছে কফিন,
পেরেক ঠুকেই চলেছে অসাধু যতো, মোড়ল, মাতব্বর, পঞ্চায়েত প্রধান কিংবা প্রতিনিধিগণ।
শেষ পেরেকে পরছে হ্যামার ....!
আমার আত্মা জগতে আজ বিদ্রোহী হাওয়ায় সাইক্লোন বইছে,
আর রবো না শান্ত,
আমি স্বাধীনতা চাই,
যে স্বাধীনতায় মোটা কিংবা চিকন চালের ভাত খেয়ে নিদ্রায় যাব নিশ্চিন্তে!
আমি স্বাধীনতা চাই,
যে স্বাধীনতায় অন্যায়ের প্রতিবাদী হবো রাজপথ কিংবা কলমের বিন্দুতে!
আমি স্বাধীনতা চাই,
যে স্বাধীনতায় ফেলানীর মতো ঝুলতে হবেনা আর কাঁটাতারের ঐ সীমান্তে! ...