শিশির ভেজা সকালে নেব উস্ন আদর
তোমার স্নিগ্ধতা মেখে হৃদয়ে
হয়নি তা,
তুমি আসোনি বলে।

দিনশেষে মুক্ত পাখিরাও নীড়ে ফিরে
তার নারির টানে,
আমি দিনশেষে ঢলে পরি রাতের কোলে,
আমার নীড়ে ফেরার কোনো টান নেই
সেথায় আমার একজন " তুমি " নেই
তুমি আসোনি বলে।

বৃষ্টিতে ভেজার মিথ্যে বাসনাটাও আজ আর  নেই!
তোমার সাথে ভিজবো একদিন
তোমার ইচ্ছেদের সংগি করে,
হয়নি তা,
তুমে আসোনি বলে।

না পাওয়ার লিস্টে থাকা সব ইচ্ছেদের দিয়ে তাই নিকোটিন টানাচ্ছি,
সান্ধ্য ল্যাম-পোস্টের কুসুম আলোয় বসে
তুমি-
আমি-
আর প্রাক্তন ।